পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার শপথ, মমতার হাতে ৬ দফতর
তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (১০ মে) নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভা রাজভবনে শপথগ্রহণ করে। এবারও স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্যসহ মোট ৬ দফতর নিজের হাতে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
রাজভবনে শপথ নেয়ার পর সেখান থেকে সরাসরি নবান্নে চলে আসেন মমতা। তারপরেই ঘোষণা দেয়া হয় মন্ত্রিসভার বিভিন্ন দফতরের দায়িত্ব। মমতার হাতে নতুন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থাকছে।
শেষ দুইবারের মতো এবারও তিনি স্বরাষ্ট্র ও পার্বত্য-বিষয়ক দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি দফতর নিজের হাতে রেখেছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকছে- প্রশাসন ও কর্মীবর্গ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং উদ্বাস্তু ও পুনর্বাসন দফতর। এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরও নিজের হাতে রেখেছেন তিনি। গত মন্ত্রিসভায় এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। সেই দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী।
এআরএ/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা