যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে ৬ জনকে গুলি করে হত্যা
একজন বন্দুকধারী যুক্তরাষ্ট্রের কলোরাডো স্প্রিংয়ে একটি জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করেছে। এরপর সে নিজেও আত্মহত্যা করেছে।
যুক্তরাষ্ট্র পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, কেন্টারবুরি মোবাইল হোম পার্কে চলা পার্টিতে এ হামলার ঘটনা ঘটে।
যে ব্যক্তি গুলি চালিয়েছে, সে ছিল মৃতদের মধ্যে এক নারীর বয়ফ্রেন্ড। সে দেয়াল টপকে ঢুকে পড়ে। এরপর হেঁটে ভেতরে গিয়ে গুলি চালানো শুরু করে।
কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি এবং হামলাকারী ও মৃতদের পরিচয়ও স্থানীয় পুলিশ প্রকাশ করেনি।
তবে হামলাকারী সে পার্টিতে থাকা বড়দেরই শুধু গুলি করে হত্যা করে। তাদের সঙ্গে থাকা একটি শিশু অক্ষত অবস্থায় রয়েছে। বর্তমানে সে তার আত্মীয়দের সাথেই রয়েছে।
এ ঘটনায় কলোরাডো স্প্রিংয়ের মেয়র শোক প্রকাশ করেছেন।
এর আগে গত ১০ মার্চেই কলোরাডো বোল্ডার সিটিতে একটি মুদি দোকানে ঢুকে গুলি করে ১০ জনকে হত্যা করা হয়। সে ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয় যার বর্তমানে বিচার চলছে।
এমএইচআর/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার