ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭ দেশের ভ্রমণকারীদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৯ মে ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণরোধে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশের কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ।

শনিবার (৮ মে) দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা জানায়। তারা বলছে, রোববার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে, করোনাবিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে, মালদ্বীপে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭২৪ জন। মারা গেছেন ৮৩ জন। আর সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯৯২ জন।

এমআরআর