সম্পর্কের ফাটল সারাতে সৌদি আরবে ইমরান খান
পুরোনো মিত্রের সঙ্গে সম্পর্কের ক্ষত সারানোর উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার তিনদিনের সফরে জেদ্দায় পৌঁছেছেন তিনি।
সৌদির রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে গেছেন ইমরান খান। সেখানে দুই নেতা অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।
সম্পর্কে চিড়
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে কয়েক দশকের গভীর সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি ঐতিহাসিক এই বন্ধনে কিছুটা চিড় ধরেছে।
২০১৮ সালের শেষের দিকে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ ও ৩২০ কোটি ডলারের ‘অয়েল ক্রেডিট’ সুবিধা দিয়েছিল সৌদি আরব। কিন্তু ভারতশাসিত কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের জেরে হুট করেই পাওনা অর্থ ফেরত চেয়ে বসে সৌদি সরকার।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত করা নিয়ে নয়া দিল্লির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় গত বছরের আগস্টে সৌদি নেতৃত্বাধীন জোট ওআইসি’কে দুষেছিল পাকিস্তান। এমনকি সৌদির প্রতিদ্বন্দ্বী ইরান-তুরস্ক-কাতারের নেতৃত্বে বিকল্প ওআইসি গঠনের পরিকল্পনায় সামিল হওয়ারও হুমকি দেয় তারা।
এর জবাবে ঋণের বিপুল অর্থ দ্রুত ফেরত চেয়ে বসে সৌদি সরকার। এ অবস্থায় চীনের কাছ থেকে ধার নিয়ে সৌদির সেই ঋণ পরিশোধ করেছিল ইমরান সরকার।
অবশ্য সৌদি-পাকিস্তান সম্পর্কে ফাটলের শুরু হয়েছিল এরও আগে। ২০১৫ সালে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধে সেনা পাঠাতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে বহু বছরের সামরিক সম্পর্ক থাকার পরেও ইয়েমেন যুদ্ধে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় দেশটি। স্বাভাবিকভাবেই এতে ক্ষুব্ধ হয় সৌদি সরকার।
সম্পর্কের সেই ভাঙন আরও চওড়া হয় ২০১৭ সালে কাতার-আরব দেশগুলোর বিরোধের সময়। তখনও সৌদির অমতে নিরপেক্ষ থাকে পাকিস্তান।
পাকিস্তান-সৌদির সম্পর্কে দূরত্বে বৃদ্ধি উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানিদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে অবস্থান শক্ত করার সুযোগ করে দেয়। এই সময়ে ভারতীয়রা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও লেনদেন বাড়িয়ে নিয়েছে।
বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের সঙ্গে সম্পর্ক বাড়তে থাকায় সৌদির সঙ্গে সম্পর্ক মেরামতের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। অবশ্য এশীয় অঞ্চলে প্রভাব বিস্তারে সৌদির কাছেও পাকিস্তানের গুরুত্ব অনেক।
সূত্র: রয়টার্স, আরব নিউজ
কেএএ/এএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬, দেখামাত্র গুলির নির্দেশ
- ২ প্রথমদিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প
- ৩ চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির
- ৪ লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ৩১ জন নিহত
- ৫ রাশিয়ার পক্ষে ছিলেন মেরকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও