ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লির হাসপাতালে অক্সিজেন ব্যবস্থায় কেন্দ্রকে আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৩ মে ২০২১

ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় পাল্লা দিয়ে হাসপাতালগুলো অক্সিজেন সঙ্কট তীব্র হয়ে উঠেছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে ওষুধ ও শয্যা সঙ্কটও প্রকট আকার ধারণ করেছে।

দেশটিতে গত শনিবার দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছিল। রোববার এবং সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গত দু’দিন করোনা পরীক্ষাও হয়েছে কম। সোমবার (৩ মে) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

সংক্রমণের মতো গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুও কিছুটা কমেছে। যদিও তা সাড়ে ৩ হাজারের কাছেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। এ নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে।

এদিকে অক্সিজেনের অভাবে দিল্লিতে গত সপ্তাহে ২৫ জন এবং শনিবার আরও ১২ জন অর্থাৎ মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সোমবার কেন্দ্র সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই নির্দেশে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেনের জোগান নিশ্চিত করতে হবে।

এই প্রসঙ্গে একই সঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেছে, দেশের সব রাজ্যের সঙ্গে কথা বলে যেন অতিরিক্ত অক্সিজেনের জোগান মজুত করে রাখে কেন্দ্র। যেন জরুরি প্রয়োজন পড়লে অক্সিজেনের মজুত ভান্ডার থেকে সংশ্লিষ্ট রাজ্যে অক্সিজেন সরবরাহ করা যায়।

করোনা ও অক্সিজেনের ঘাটতির জন্য দিল্লির একাধিক হাসপাতালের আবেদনের শুনানির পর ৬৪ পাতার একটি রায়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এলএন রাও ও বিচারপতি এস রবীন্দ্র ভট্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রায় ঘোষণার সময় বিচারপতিরা বলেন, অনেক হয়েছে। যতটা বরাদ্দ করা হয়েছে, তার থেকে বেশি কেন্দ্রকে দিতে বলা হচ্ছে না। কিন্তু বরাদ্দ অনুযায়ী দিতে হবে। যদি সোমবার মধ্যরাতের মধ্যে অক্সিজেন না দেওয়া হয়, তাহলে আদালত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে শুধু অক্সিজেনই নয়, করোনা ভ্যাকসিনের দাম নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বিচারপতিরা বলেন, গরীব বা প্রান্তিক অঞ্চলে মানুষরা হাসপাতালে গিয়ে ভ্যাকসিনর জন্য ৬শ টাকা দিতে পারবে না। আপনাদের দাম ভেবে দেখা উচিৎ। সেই সঙ্গে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় নীতি তৈরি করার জন্যও কেন্দ্রকে দু’সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আদালতের এই নির্দেশ প্রমাণ করছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কেন্দ্রের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেটা তারা নিতে ব্যর্থ হয়েছে। যার ফলে শীর্ষ আদালতের এই বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে। শীর্ষ আদালতের এই নির্দেশ মেনে কেন্দ্র সোমবার মধ্যরাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলিতে অক্সিজেনের জোগান স্বাভাবিক করবে বলেই আশা করা হচ্ছে।

তবে এর পরেও যদি সেটা কোনও ভাবে সম্ভব হয়ে না ওঠে তবে কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালত কী ব্যবস্থা নেয় সেটাই দেখার অপেক্ষা। তবে অক্সিজেনের জোগান স্বাভাবিক না হলে দিল্লির হাসপাতালগুলোতে করোনা রোগীদের অবস্থা আরও বিপন্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিটিএন/জেআইএম