ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় বিপর্যস্ত ভারতের পাশে এবার জাপান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:০৪ এএম, ৩০ এপ্রিল ২০২১

মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। দেশটির এই ভয়াবহ বিপদে পাশে দাঁড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো জাপান। দেশটি ভারতকে তিনশ অক্সিজেন জেনারেটর ও তিনশ ভেন্টিলেটর দেবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি বলেছেন, ‘সংকটকালে ভারতের পাশে আছে জাপান। আমরা ভারতকে তিনশ অক্সিজেন জেনারেটর ও তিনশ ভেন্টিলেটর দেয়ার প্রক্রিয়া শুরু করেছি।’

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ ভারত। দেশটির পরিকাঠামো ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে অনেক দেশে টিকা ও ওষুধ জোগান দিয়েছে দিল্লি। তাই ভারতের বিপদে এবার এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। তাই বন্ধুর বিপদে টোকিও যে পাশে দাঁড়াবে, তা ধারণা ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভারতে পৌঁছেছে পণ্যবাহী বিমান।

ভারতের মার্কিন দূতাবাস জানিয়েছে, দুই দেশের মধ্যে ৭০ বছরের সম্পর্ক। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র।

করোনা সংকটে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও। মস্কো থেকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দুটি বিমান দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছায়। অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর, করোনা চিকিৎসায় নানা সরঞ্জামই সরবরাহ করছে রাশিয়া।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি দেশ। এদিকে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৫ হাজার ১৪২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনের। আর মোট ২ লাখ ৮ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।

এমএসএইচ/এমএস