ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে একদিনে সাড়ে ১৭ হাজার শনাক্ত, মৃত্যুতেও রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৩ এএম, ৩০ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে গত একদিনে আরও ৮৯ জন মারা গেছেন। ভারতের এ রাজ্যে করোনায় একদিনে এটাই সর্ব্বোচ্চ মৃত্যু। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২৪৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৭ হাজার ৪০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৫৫ জনে।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের (২৯ এপ্রিল) বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার করোনায় মৃত ৮৯ জনের মধ্যে কলকাতায় ২৩, উত্তর ২৪ পরগনায় ২১, দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৭, হুগলিতে ৬, বাঁকুড়ায় ৫, পশ্চিম মেদিনীপুরে ৪ ও বীরভূমে ৪ জন মারা গেছেন।

সংক্রমণের হিসাবে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩ হাজার ৯১২ জন) ও কলকাতা (৩ হাজার ৯০১ জন)। এছাড়া রাজ্যের আলিপুরদুয়ারে ৫৮, কোচবিহারে ১৫১, দার্জিলিংয়ে ১৯১, কালিম্পংয়ে ৩৬, জলপাইগুড়িতে ১৫২, উত্তর দিনাজপুরে ২৯৩, দক্ষিণ দিনাজপুরে ১৭৪, মালদহে ৫২৮, মুর্শিদাবাদে ৫৫৩, নদিয়ায় ৭৪৯, বীরভূমে ৭৪৬, পুরুলিয়ায় ৩৫৪, বাঁকুড়ায় ৪০২, ঝাড়গ্রামে ৭৪, পশ্চিম মেদিনীপুরে ২৬১, পূর্ব মেদিনীপুরে ৫৪৩, পূর্ব বর্ধমানে ৫৮৫, পশ্চিম বর্ধমানে ৮৯৩, হাওড়ায় ৯২৭, হুগলিতে ৯৩০ ও দক্ষিণ দিনাজপুরে ৯৯০ জন।

india1

পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লাখ ১০ হাজার ২৪১ জন, যা বুধবারের তুলনায় ৪ হাজার ৪২৯ জন বেশি। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। ফলে, পশ্চিমবঙ্গে এখন মোট ৬ লক্ষ ৮৯ হাজার ৪৬৬ জন সুস্থ।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩২.৩৯ শতাংশে। মোট সংক্রণের হারও বেড়ে হয়েছে ৭.৮১ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৩ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রতি দিন যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে তার শতাংশের হারকেই সংক্রমণের হার বলে।

এদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯৩ হাজার ৮৫২ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টিকা নিয়েছেন ১ কোটি ৬ লাখ ৩২ হাজার ৮৭ জন।

এমএসএইচ/এমএস