করোনা পজিটিভ, একাই বিমানে
মাত্র একজন যাত্রী নিয়ে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুদানে গেছে একটি বিমান। যাত্রীটি কোভিড পজিটিভ। অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে প্রথমে তাকে নিতেই চাননি পাইলট। মিসরীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ দরকষাকষির পরে শেষ পর্যন্ত ওই একজন যাত্রীকে নিতেই রাজি হন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সংশ্লিষ্ট রোগী সুদানের ৪২ বছর বয়সী এক মহিলা। খার্তুম থেকে কায়রোয় নামার পরে আরটি-পিসিআর পরীক্ষায় তার কোভিড সংক্রমণ ধরা পড়ে। কোভিড পরীক্ষার ফলাফল দেখে তাকে দেশে ঢুকতে দিতে চাননি মিশরীয় কর্তৃপক্ষ। যাত্রীকে জানানো হয়, ফিরতি ফ্লাইটে দেশে ফিরে যেতে হবে তাকে।
কিন্তু ওই যাত্রীকে বিমানে নিতে আর রাজি হচ্ছিলেন না ক্যাপ্টেন। কায়রো বিমানবন্দর সূত্রের খবর, ক্যাপ্টেনকে বোঝানো হয়, বিমানের শেষের দিকে আলাদা বসানো হবে ওই রোগীকে। পিপিই পরে থাকবেন তিনি। তা সত্ত্বেও অন্য যাত্রীদের সুরক্ষার কথা ভেবে তাকে নিতে রাজি হননি ক্যাপ্টেন। অথচ কোভিডের রোগীর পক্ষে মিশরে প্রবেশ করাটাও তখন আর সম্ভব নয়।
প্রায় পাঁচ ঘণ্টা দর-কষাকষির পরে ঠিক হয়, বিমানটি খার্তুমে ফিরে যাবে শুধুমাত্র ওই রোগীকে নিয়েই। তিনি বাদে অন্য সব যাত্রীর ফ্লাইট বাতিল করা হয়। পরবর্তী ফ্লাইটের জন্য তাদের হোটেলে রাখা হয়। খার্তুমের বিমান রওনা হয় চার বিমানকর্মী ও এক যাত্রীকে নিয়ে।
এমআরএম/এমকেএইচ