ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ভ্যাকসিন প্রয়োগের সংখ্যা ১০০ কোটি ডোজ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২১

বিশ্বব্যাপী করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগের ডোজ শনিবার একশ কোটি ছাড়িয়েছে। এ ঘটনাকে মহামারি নিয়ন্ত্রণে এক আশাব্যঞ্জক খবর হিসেবে দেখা হচ্ছে।

এজেন্সি ফ্রান্স-প্রেসের (এএফপির) তথ্যমতে, বিশ্বের ২০৭টি দেশ ও অঞ্চলে অন্তত ১ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৫৪০ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

তবে একদিকে যেমন ভ্যাকসিনের সুখবর রয়েছে, অন্যদিকে রয়েছে দৈনিক সংক্রমণের রেকর্ড ভাঙার দুঃখজনক খবর। করোনায় ভারতের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে ভয়াবহ। শুক্রবার বিশ্বে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৩ হাজার জন। এদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ আক্রান্ত হয়েছেন শুধু ভারতেই।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বব্যাপি ৩১ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৬৬৫ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও রয়েছে দেশটি। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৬২১ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩০৯ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৮৭০ জন।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৪৯২ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ১০৩ জন।

বিশ্বে করোনাভাইরাস ছড়ানোর নতুন হটস্পট বর্তমানে ভারত। ভাইরাসের নতুন ধরনের কারণে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে দেশটিতে। হাসপাতালগুলোতে রোগীদের চাপে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।

শনিবার দেশটির রাজধানী শহর দিল্লিতে একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা গেছেন ২০ জন করোনা রোগী, জীবন বিপন্ন হয়ে পড়েছে আরও অন্তত ২০০ জনের।

এমকে/জেআইএম