ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলন ঘিরে বিশ্বব্যাপী পদযাত্রা

প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৯ নভেম্বর ২০১৫

প্যারিসে জলবায়ু শীর্ষ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ পদক্ষেপের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ এ পদযাত্রায় অংশ নিয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসি।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও জাপানে এসব পদযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের একদিন আগে রোববারের এ পদযাত্রায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

climate

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে কয়েক হাজার মানুষ পদযাত্রায় অংশ নেন। এসব প্ল্যাকার্ডে `আমাদের বাসস্থান রক্ষা করো` সহ পরিবেশ রক্ষায় বিভিন্ন দাবি জানানো হয়।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ধর্মীয় নেতা, ছাত্রছাত্রী ও অধিকার কর্মীসহ তিন হাজারেরও বেশি মানুষ পদযাত্রায় অংশ নিয়ে বৈরি আবহাওয়ার জন্য দায়ী কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের আহ্বান জানান।

climate

বিশ্বের ১৯৫ টি দেশের মধ্যে ২০২০ সালের মধ্যে গ্যাস নিঃসরনের মাত্রা কমিয়ে আনতে ঐক্যমতে পৌঁছানোর এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। তবে এ সম্মেলন ঘিরে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি করা না হয় সে জন্য সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তিনি বলেছেন, মানুষই মানুষের সবচেয়ে খারাপ শত্রু। মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। আমরা এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে দেখতে পারি।

সোমবার থেকে শুরু হতে যাওয়া প্যারিসের ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া বিশ্বের ১৫০ টি দেশের শীর্ষ নেতারাও জাতিসংঘের এ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এবারের এই সম্মেলন থেকে প্রথমবারের মতো সার্বজনীন জলবায়ু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসআইএস/এমএস