ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বৈঠকে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় কর্মকর্তাদের কারাদণ্ড

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৮ নভেম্বর ২০১৫

বৈঠকে উপস্থিত হতে দেরি করায় তানজানিয়ার ছয় সরকারি কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। শুক্রবার ওই কর্মকর্তাদের ছয় ঘণ্টা করে কারাবাস করতে হয়। খবর এএফপি।

এএফপি জানায়, জেলা কমিশনারের নির্দেশে ওই কর্মকর্তাদের ছয় ঘণ্টা করে কারাবাস করতে হয়। সংবাদপত্রটি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টি সম্পাদকীয় আকারে প্রকাশ করে।

এর আগে স্থানীয় সময় সকাল আটটায় বৈঠকের সময় নির্ধারিত থাকলেও ওই ছয় কর্মকর্তা তিন ঘণ্টারও বেশি সময় দেরিতে উপস্থিত হন। জনগণের জমিজমা নিয়ে সৃষ্ট হাজারো বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে ওই বৈঠক ডাকা হয়েছিল।

এসকেডি/আরআইপি