সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২১ এপ্রিল ২০২১
প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশে উন্নতির লক্ষণ দেখছে বিশ্বব্যাংক
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের আগাম লক্ষণ দেখা যাচ্ছে বাংলাদেশে। রপ্তানি বৃদ্ধি, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং দেশে চলমান টিকাদান কর্মসূচির হাত ধরে এই উন্নতির সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক। গত মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট- মুভিং ফরোয়ার্ড: কানেক্টিভিটি অ্যান্ড লজিস্টিকস টু স্ট্রেংথেন কম্পেটিটিভনেস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দাতা সংস্থাটি।
বিশ্বব্যাংক বলছে, করোনাভাইরাস মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। এর প্রভাবে প্রবৃদ্ধির হার কমেছে এবং প্রায় দুই দশকের মধ্যে প্রথমবার দেশে দারিদ্রের হার বেড়েছে। তবে সেই ধাক্কা কাটিয়ে ধারাবাহিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি।
মহারাষ্ট্রে অক্সিজেন ট্যাঙ্কার লিক, ২২ করোনা রোগীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের নাশিক জেলায় একটি অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ার কারণে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। জেলার কালেক্টর এনডিটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মহারাষ্ট্রের একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের তীব্র সঙ্কটে ২২ করোনা রোগী প্রাণ হারান।
মিয়ানমারে জান্তার অভিযানে আড়াই লাখ মানুষ ঘরছাড়া
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে নামে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু তাদের বিক্ষোভ থেকে প্রতিহত করতে অভিযান শুরু করে জান্তা সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক বিশেষ দূত বুধবার জানিয়েছেন, জান্তার অভিযানে মিয়ানমারের প্রায় আড়াই লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।
স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন অন্তত ৩ হাজার ৩শ জন।
ফ্লয়েড হত্যা মামলায় ডেরেক চৌভিন দোষী সাব্যস্ত
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১২ সদস্যের জুরির একটি প্যানেল মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন।
এই মামলায় ডেরেক চৌভিনকে দ্বিতীয় এবং তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি বেআইনিভাবে অনিচ্ছাকৃত হত্যা হিসাবে দোষী সাব্যস্ত করা হয়। রায়টি সঠিক কিনা তা জানতে জুরিদের পরামর্শ নেয়া হয়।
ভারতে নতুন রেকর্ড : শনাক্ত প্রায় ৩ লাখ, মৃত্যু ২০২৩
করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও ভাইরাসটিতে মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন, মারা গেছে ২ হাজার ২৩ জন।
এনডিটিভি জানিয়েছে, দেশটিতে টানা সপ্তম দিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৬ লাখের বেশি মানুষ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে চারটিই মধ্যপ্রাচ্যের। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মৃত্যুদণ্ড বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
২০২০ এ প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে মোট ৪৮৩টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৮ শতাংশই কার্যকর হয়েছে শুধুমাত্র ইরান, মিসর, ইরাক ও সৌদি আরবে।
৫৩ আরোহীসহ ইন্দোনেশীয় সাবমেরিন সাগরে নিখোঁজ
ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় অন্তত ৫৩ জন আরোহীসহ নৌবাহিনীর একটি সাবমেরিন সাগরে হারিয়ে গেছে। সেটি খুঁজতে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এর ফলাফল আশানুরূপ হয়নি।
২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন অর্ধেক কমাতে চান বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন অর্ধেক কমিয়ে আনার প্রতিশ্রুতি দিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জলবায়ু বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনকে সামনে রেখে বাইডেন এ পরিকল্পনা করছেন। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র নির্গমন কমানোর যে ঘোষণা দিয়েছিল, তার চেয়ে বাইডেন কার্বন নির্গমন প্রায় দ্বিগুণ কমাতে যাচ্ছেন।
তিন মাসের মধ্যে টিকা রফতানির ‘নিশ্চয়তা’ নেই: সিরাম সিইও
ভারতে আঘাত হেনেছে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ। প্রায় প্রতিদিনই সেখানে চলছে আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙার ভয়ঙ্কর খেলা। এমন পরিস্থিতিতে গত মাসের শেষদিকে বিদেশে করোনার টিকা রফতানি স্থগিত করে ভারতীয় সরকার। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। তবে তাতে থোড়াই কেয়ার ভারতের। আগামী তিন মাসের মধ্যে এই পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, টিকা রফতানির কোনও নিশ্চয়তা নেই এবং এই মুহূর্তে আমরাও মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে আমাদের রফতানির দিকে তাকানো উচিত হবে না।
এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা জার্মানির
যুক্তরাষ্ট্রের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিল জার্মানি। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জুলাইয়ের প্রথম দিকেই তারা আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে।
এর আগে যুক্তরাষ্ট্র এক ঘোষণায় জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তারা তাদের সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। মার্কিন সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১ মে থেকে। তবে ওইদিন শুধু মার্কিন বাহিনীই নয়, আফগানিস্তান থেকে বিদায় নিতে শুরু করবে ন্যাটো সেনারাও।
কেএএ/জিকেএস