ভারতে খোলাবাজারে পাওয়া যাবে করোনা টিকা
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে সোমবার সিদ্ধান্ত হয়েছে, টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে তাদের মোট উৎপাদনের ৫০ শতাংশ পাঠাতে হবে কেন্দ্রকে। বাকি ৫০ শতাংশ খোলাবাজারে বিক্রি করা যাবে এবং রাজ্য সরকারগুলোকেও পাঠানো যাবে। খবর : আনন্দবাজার পত্রিকা।
দেশটিতে সংক্রমণের হার ও টিকাদানের হার বিচার করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে টিকা সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্য এবং খোলা বাজারে সরবরাহের টিকার দাম কত হবে, তা ঘোষণা করতে হবে ১ মে’র আগেই।
সোমবার দেশটির কেন্দ্র সরকার জানিয়েছে, প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী ও ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাদান চলবে আগের মতোই। কো-উইন অ্যাপের মাধ্যমে সব নিয়ম মেনে টিকাদান করা হবে। এর সঙ্গে ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিক টিকা নিতে পারবে।
এমএইচআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার