ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০২১

আট মাসের ব্যবধানে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গত দু’দিন আগে জ্বরের উপসর্গ ছিল কর্নাটকের মুখ্যমন্ত্রীর। তাই তার করোনা পরীক্ষা হয়ছিল। শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। প্রবীণ বিজেপি নেতাকে বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কর্নাটকে নতুন আরও ১৪ হাজার ৭৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬৬। সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় শুক্রবার সরকারি আধিকারিকদের সঙ্গে ইয়েদুরাপ্পার বৈঠকের কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই সংক্রমিত হওয়ায় ওই বৈঠক বাতিল করা হয়।

গত বছরের অগস্টের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন ইয়েদুরাপ্পা। সে সময় তার শরীরে কোনো উপসর্গ ছিল না। হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ওই সময় মুখ্যমন্ত্রীর মেয়েও কোভিড আক্রান্ত হয়েছিলেন।

এএএইচ/এএসএম