ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংবিধান দিবসে ভারতের জনগণকে মোদির শুভেচ্ছা

প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৭ নভেম্বর ২০১৫

ভারতের প্রথম সংবিধান দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৫০ সালের আজকের দিনে তৎকালীন সাংবিধানিক কমিটি খসড়া সংবিধান গ্রহণ করেছিল। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ২৬ নভেম্বরকে দেশটির সংবিধান দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

প্রথম সংবিধান দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সংবিধানের গুরুত্ব ও বিশেষত্ব ধরে রাখার কথা বলেন।

টুইটারে তিনি বলেন, আশা করি এই দিনটা সাধারণ মানুষকে সংবিধান সম্পর্কে জানতে আরও আগ্রহী করে তুলবে। যেসব নারী-পুরুষ অক্লান্ত পরিশ্রম করে এই সংবিধান উপহার দিয়েছেন যা নিয়ে আমরা গর্ব করি আজ তাদের সকলকে শ্রদ্ধা জানানোর দিন। এক্ষেত্রে অবশ্যই ড. বালাসাহেব আম্বেদকরের অবদান ভুলে গেলে চলবে না।

এসআইএস/এমএস