ফিলিপাইনে বন্দুকযুদ্ধে ৮ আইএস সমর্থক নিহত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন আট সমর্থক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে দেশটির সুলতান কুদরাত প্রদেশের পালিমবাংয়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এমানুয়েল সালামাত বলেন, বৃহস্পতিবার ভোরের দিকে ওই বন্দুকযুদ্ধে নিহতদের একজন ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া বাকিরা ফিলিপাইনের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
ওই কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, কিছু লোক ওই এলাকায় বোমা তৈরির প্রশিক্ষণ নিচ্ছে এমন খবর পাওয়ার পর সেখানে অভিযানে গেলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ওই আট আইএস সদস্য নিহত হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে দুটি রাইফেল, একটি পিস্তল ও অন্যান্য কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ জানিয়েছে, নিহতরা আইএসের অনুসারী ফিলিপাইনের আনসার আল খলিফার সদস্য। গত বছর এই গোষ্ঠীটির অন্তত ৫০ সদস্য আইএসের আনুগত্য শিকার করে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার