ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টিকা নিয়েও করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার এক টুইটে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মাত্র সপ্তাহখানেক আগেই ভারতীয়দের আবিষ্কৃত করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিয়েছিলেন আদিত্যনাথ। করোনা শনাক্তের পর আপাতত বাড়িতে আইসোলেশনে থেকেই প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি।

শুধু যোগী আদিত্যনাথই নন, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আরও কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

এক টুইটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তার কার্যালয়ের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাদের সংস্পর্শে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত ৫ এপ্রিল করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তাকে সেদিন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন দেয়া হয়েছিল।

সূত্র: জি নিউজ

কেএএ/এমএস