ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৭ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২১

প্রতিদিনই আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ভাঙল ব্রাজিল
করোনাভাইরাসে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে গত কয়েক সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছেই। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সেখানে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। অথচ দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনও লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন।

করোনামুক্ত হয়েও মানসিক সমস্যায় ভুগছেন এক-তৃতীয়াংশ মানুষ
করোনা থেকে সুস্থ হয়েও মানসিক বা স্নায়বিক সমস্যায় ভুগতে হচ্ছে অনেককেই। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা লোকজনের এক-তৃতীয়াংশ এ ধরনের সমস্যায় পড়েছেন। খবর রয়টার্সের।

গবেষণায় দেখা গেছে, ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে ওঠার পর ছয় মাসের মধ্যে নানা ধরনের স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগেছেন। করোনা মহামারির কারণে বিষন্নতা, হতাশাসহ নানা ধরনের মানসিক সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ইথিওপিয়া সীমান্তে সংঘর্ষে শতাধিক নিহত
ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে। দেশটির আফার এবং সোমালি অঞ্চলে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

দেশটিতে আগামী জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই সর্বশেষ এই সহিংসতার ঘটনা ঘটল। গত শুক্রবার সেখানে সংঘাতের সূত্রপাত হয়, চলে মঙ্গলবার পর্যন্ত।

লোহিত সাগরে ইরানি জাহাজে হামলা
লোহিত সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনা নিশ্চিত করেছে।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটিতে লিম্পেট মাইন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের কাছাকাছি উপকূলে জাহাজটি অবস্থান করছিল।

ভারতে করোনা শনাক্তে নতুন রেকর্ড
ভারতে করোনা রোগী শনাক্তে আবারও নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৭ হাজার জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এর আগে গত রোববার দেশটিতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো লাখ ছাড়িয়েছিল।

মাত্র তিনদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো লক্ষাধিক করোনা রোগী শনাক্ত হওয়ায় মহামারির দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী চার সপ্তাহে এটি আরও ‘ভয়াবহ আকার’ ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনে শিশুদের ওপর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে তারা করোনাভাইরাসের যে ভ্যাকসিন উৎপাদন করেছে, শিশু ও কিশোরদের ওপর সেটির ট্রায়াল স্থগিত করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে প্রাপ্তবয়স্কদের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে তারা। খবর রয়টার্সের।

ট্রায়াল স্থগিতের ঘটনা ভ্যাকসিনটির প্রতি সর্বশেষ নেতিবাচক পদক্ষেপ। মহামারির প্রথম দিকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বেশ প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বিভিন্ন দেশে এর প্রয়োগ শুরু হওয়ার পর ইউরোপের বেশ কিছু দেশ থেকে খবর আসতে থাকে, ভ্যাকসিনটি নিয়ে কিছু মানুষের রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমনকি কয়েকজন মারাও গেছেন।

এফবিআইয়ের ‘সোর্স’ হতে রাজি না হওয়ায় কালোতালিকায় মুসলিম যুবক!
যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের ওপর নজরদারি এবং সন্দেভাজনদের তথ্য সরবরাহের জন্য এক মুসলিম যুবকের কাছেই প্রস্তাব দিয়েছিল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। এরপর থেকে সেই যুবককে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত মঙ্গলবার মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। খবর সিএনএনের।

৩২ বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত ওই যুবকের নাম আহমদ চেবলি। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, বছর তিনেক আগে এফবিআই কর্মকর্তারা প্রথমবার তার সঙ্গে যোগাযোগ করেন। এসময় মুসলিম যুবকটির সঙ্গে লেবানিজ হিজবুল্লাহর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করা হয়, যাদের সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জন নিহত
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে বুধবার পাঁচজনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের কেইল শহরের এক অধিবাসী জানিয়েছেন, সেখানে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। তাকে এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন, যিনি পাঁচটি মরদেহের ছবি তুলেছেন।

আরও যুদ্ধবিমান পাঠাল চীন, শেষ পর্যন্ত লড়বে তাইওয়ান
তাইয়ানের আকাশসীমায় আরও যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। তবে এতে ভীত নয় ছোট্ট দ্বীপটি। যুদ্ধ বেঁধে গেলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানিজ পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের।

স্বায়ত্তশাসিত তাইয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করেছে বেইজিং। গত কয়েক মাস ধরে তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া প্রায় দৈনিক ঘটনা বানিয়ে ফেলেছে চীনারা। গত সোমবারও চীনের একদল যুদ্ধবিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং।

থাইল্যান্ডে ডজনখানেক মন্ত্রী-এমপি আইসোলেশনে
থাইল্যান্ডের কমপক্ষে ১০জন মন্ত্রী এবং আরও ডজনখানেক আইনপ্রণেতা আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার পর বুধবার থেকে এসব সংসদ সদস্য আইসোলেশনে গেছেন। খবর রয়টার্সের।

বুধবার পরিবহনমন্ত্রী সাকসিয়াম চিদকোব জানান, তার দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। তার দল ভুমজাইথাই পার্টি জানিয়েছে, অন্য মন্ত্রী, আইনপ্রণেতা এবং জোটের রাজনীতিবিদরা সম্প্রতি করোনায় আক্রান্ত বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছেন। সে কারণে তাদের অনেকেই সেলফ আইসোলেশনে রয়েছেন।

কেএএ/এমএস