ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কুন্দুজের হামলা মানবিক ভুল : যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৬ নভেম্বর ২০১৫

আফগানিস্তানে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ারস (এমএসএফ) এ হাসপাতালে বিমান হামলার ঘটনাকে মানবিক ভুল বলে উল্লেখ করছে যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা। তারা বলছেন, কারিগরি ত্রুটি ও ভুলের কারণে ওই হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

কুন্দুজে হামলার ওই ঘটনার পর মেডিসিনস সান ফ্রন্টিয়ারস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তদন্ত কমিটি ওই ঘটনা তদন্ত করে ভুল খুঁজে পেয়েছে।

আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন ক্যাম্পবেল বলছেন, হাসপাতালে হামলার ঘটনা খুবই দু:খজনক। বিমান চালকদের ভুল ভাবনার কারণে ওই হামলা হয়েছে।

জেনারেল ক্যাম্পবেল বলেন, বিমানের ক্রুরা মনে করেছিল তারা তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের একটি কম্পাউন্ডে হামলা চালাচ্ছে। পুরোপুরি সিস্টেমের ব্যর্থতার কারণে এ ভুল হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন বাহিনী ওই হামলার ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তারা এমএসএফ এর সেন্টারে হামলা চালাচ্ছে সে বিষয়ে জানতো না। তবে তালেবান জঙ্গিরা যে ভবনে আত্মগোপন করেছিল সেই জায়গা ছিল কয়েকশো মিটার দূরে। বিমান হামলার সাথে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৩ অক্টোবর কুন্দুজে এমএসএফ সেন্টারে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয় যার মধ্যে ১৪ জনই ছিলেন সংস্থাটির কর্মকর্তা।

এসআইএস/আরআইপি