ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কের প্রধানমন্ত্রীর নির্দেশে রুশ যুদ্ধবিমান ভূপাতিত

প্রকাশিত: ০৩:০০ এএম, ২৬ নভেম্বর ২০১৫

রাশিয়ার যুদ্ধবিমান সুখোই-২৪ ভূপাতিত করতে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু নির্দেশ দিয়েছেন। থিংকপোল নামে কানাডার একটি অনলাইন পত্রিকা এ খবর প্রকাশ করেছে। এদিকে, সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার ওই বিমান ভূপাতিত করার পর যখন নানা জল্পনা চলছে ঠিক তখন তুর্কি প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা প্রকাশ পেল।
 
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র বৈঠকে দাউদওগ্লু বলেছেন, “সব ধরনের সতর্কতা সত্ত্বেও আমরা বিমান ধ্বংস করতে বাধ্য হয়েছি। তুরস্কের সামরিক বাহিনী আমার দেয়া নির্দেশ পালন করেছে।”
 
এদিকে, তুরস্ক ঘটনার ব্যাখ্যা করে জাতিসংঘে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে, ১৭ সেকেণ্ডের জন্য রুশ বিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে। যদিও রাশিয়া ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণ দিচ্ছে যে, তাদের বিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “তুরস্ক পূর্ব পরিকল্পনার আওতায় বিমানটি ভূপাতিত করেছে।

আরএস/আরআইপি

আরও পড়ুন