ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ২ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০২ এপ্রিল ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনাভাইরাস : বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনকে লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর ফলে এসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। আগামী ৯ই এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় এই দেশগুলোকে যুক্ত করার ফলে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা এখন ৩৯ এ দাঁড়াল।

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৯১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ১৫১ জন।

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮

তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮ এ দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৬৬ জন। দ্বীপটিতে গত ৪০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ট্রেনটি প্রায় ৫০০ যাত্রী নিয়ে তাইপেই থেকে তাইতুং যাচ্ছিল। যাত্রীদের অধিকাংশই ছিল পর্যটক ও লম্বা ছুটিতে ঘরমুখো মানুষ। পথিমধ্যে হুয়ালিয়েন এলাকার কাছাকাছি একটি টানেলের মধ্যে লাইনচ্যুত হয় সেটি।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে সমর্থন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

সৌদ আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলে তা এই অঞ্চলের জন্য অনেক উপকার বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে এরকম একটি সম্ভাব্য চুক্তি শান্তি প্রক্রিয়ার অগ্রগতির ওপর অনেকাংশে নির্ভর করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক স্বাভাবিক হলে তা সামগ্রিকভাবে এই অঞ্চলের ব্যাপক উপকার করবে।’

মত বদলাল পাকিস্তান, ভারত থেকে চিনি-তুলা আমদানির সিদ্ধান্ত বাতিল

প্রায় দুই বছর বন্ধ থাকার পর সম্প্রতি ভারত থেকে আবারও চিনি ও তুলা আমদানির ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তবে হঠাৎ করেই সেই মত বদলেছে দেশটি। কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলে মত দিয়েছে ইমরান খানের সরকার।

বড়লোকদের টাকায় দেশের অবকাঠামো বদলাতে চান বাইডেন

যুক্তরাষ্ট্রে বড়লোকদের ওপর কর বসিয়ে দেশের অবকাঠামো বদলে দিতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করছেন বাইডেন। এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে বলে উল্লেখ করা হয়েছে। অবকাঠামোর হাল ফেরাতে তিনি দুই ট্রিলিয়ন ডলার খরচ করবেন। এক ট্রিলিয়ন মানে ১০ হাজার কোটি টাকা। আগামী আট বছরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে দেশের অবকাঠামো বদলে দিতে চাইছেন তিনি।

৬ মাস পর ভারতে একদিনে ৮১ হাজার করোনা রোগী শনাক্ত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে গোটা ভারত। দেশটিতে বৃহস্পতিবার (১ এপ্রিল) ৭২ হাজার জনের করোনা শনাক্ত হয়। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৮১ হাজার। গত ২৮ সেপ্টেম্বরের পর একদিনে এত সংখ্যক করোনা শনাক্ত হলো। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষে ‘অবস্থান’ জানাল ভারত

মিয়ানমারের সাধারণ নাগরিকদের ওপর সে দেশের সেনাবাহিনীর চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে ভারত। সেই সঙ্গে মিয়ানমারে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার পক্ষেও নিজেদের অবস্থানের কথা জানাল দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ভারত। এছাড়া দেশটির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আসিয়ানের মতো সংস্থাসহ যেকোনো ধরনের প্রয়াসকে তারা সমর্থন করে।

ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র

ভিয়েনায় আগামী সপ্তাহে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে সম্মতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘তাৎক্ষনিকভাবে কোনো বড় ধরনের অগ্রগতি হবে তা আমরা প্রত্যাশা করছি না কারণ আলোচনা কঠিন হবে। কিন্তু আমরা বিশ্বাস করি একটি একটি স্বাস্থ্যকর অগ্রগতি।’

এমকে/এএসএম