ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউরোপে ‘অপ্রত্যাশিত ধীরগতিতে’ ভ্যাকসিন দেয়া হচ্ছে : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০১ পিএম, ০১ এপ্রিল ২০২১

 

ইউরোপের ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি নিয়ে সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভ্যাকসিন প্রয়োগ অপ্রত্যাশিত ধীরগতিতে দেয়া হচ্ছে উল্লেখ করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এই অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ আশঙ্কাজনক। খবর এএফপির।

বৃহস্পতিবার ডব্লিউএইচও’র ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেন, ‘এই মহামারি থেকে বের হতে ভ্যাকসিন আমাদের সবচেয়ে বড় উপায়। কিন্তু ভ্যাকসিন দেয়া হচ্ছে অপ্রত্যাশিত ধীরগতিতে। এর ফলে মহামারি দীর্ঘায়িত হচ্ছে।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করে, প্রতিবন্ধকতাগুলো দূর করে এবং আমাদের স্টকে থাকা প্রত্যেকটি শিশি ব্যবহার করে এই প্রক্রিয়া (ভ্যাকসিন প্রয়োগ) অবশ্যই বেগবান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইউরোপে ভাইরাসের অবস্থা গত কয়েকমাসের চেয়ে এখন আরও বেশি আশঙ্কাজনক।’

বিবৃতিতে বলা হয়, ‘পাঁচ সপ্তাহ আগে ইউরোপে সাপ্তাহিক নতুন সংক্রমণের সংখ্যা ১০ লাখের নিচে নেমে এসেছিল। কিন্তু গত সপ্তাহে ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে গেছে। নতুন করে ১৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘ইউরোপে করোনায় মোট মৃত্যু দ্রুত ১০ লাখের দিকে এগোচ্ছে। আর মোট আক্রান্তের সংখ্যা সাড়ে চার কোটি পার হতে যাচ্ছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলে মোট ৫৩টি দেশ ও অঞ্চল রয়েছে। এর মধ্যে রাশিয়াসহ কয়েকটি মধ্য এশিয়ার দেশও রয়েছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে জানায়, ভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে নতুন ধরন তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে।

ডব্লিউএইচও’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক জরুরি বিভাগের পরিচালক ডরিট নিটজান এক বিবৃতিতে বলেন, ‘ভাইরাসের প্রতিলিপি তৈরি ও ছড়ানোর হারের সঙ্গে নতুন ধরন তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই প্রাথমিক রোগ নিয়ন্ত্রণের পদক্ষেপের মাধ্যমে সংক্রমণ কমানো অত্যন্ত জরুরি।’

এমকে/জিকেএস