ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শুধু মার্চেই ৬৬ হাজারের বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ০১ এপ্রিল ২০২১

ব্রাজিলে গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। দেশটিতে শুধু মার্চেই ৬৬ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণে মারা গেছে। গত এক মাসে সেখানে প্রাণ হারিয়েছে ৬৬ হাজার ৫৭০ জন। আগের মাসের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। খবর বিবিসির।

দেশটিতে নতুন করে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করেছে।
হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছেন চিকিৎসা কর্মীরা।

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় বেশ চাপের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনতে বাধ্য হয়েছেন তিনি।

বিভিন্ন রাজ্যের মেয়র এবং গভর্নর লকডাউনের পক্ষে কথা বললেও বোলসোনারো এসব কানেই তুলছেন না। দেশের এমন বিপর্যয়েও তিনি লকডাউন এবং কঠোর বিধি-নিষেধের বিপক্ষে। তার মধ্যে লকডাউন জারি করা হলে দেশের অর্থনীতিতে ধস নেমে আসবে।

তিনি বলেন, আমাদের দু'টি শত্রু। এক-ভাইরাস এবং দুই হচ্ছে বেকারত্ব। এটাই বাস্তবতা। তাই আমরা ঘরে বসে থেকেই সমস্যার সমাধান করতে পারব না।

বুধবার দেশটিতে নতুন করে ৯০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ৮শ জন। এদিকে, বুধবার বোলসোনারোর ওপর ক্ষোভ থেকে দেশটির তিন বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা পদত্যাগ করেন।

কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে। দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করা ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এমনকি কোয়ারেন্টাইনেরও পক্ষে নন।

এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩১ হাজার ৮৮৬ জন।

টিটিএন/এএসএম