ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কের হামলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত

প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৪ নভেম্বর ২০১৫

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের হামলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে এ ঘটনায় ওই বিমানটির দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে নেমে এসেছেন। খবর বিবিসি ও আলজাজিরা।

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স নিউজ অ্যাজেন্সি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধবিমান এসইউ-২৪ ভূপাতিত হয়েছে।

তুরস্ক সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, রুশ যুদ্ধবিমানের চালককে আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হলেও তা কর্ণপাত করেনি। ফলে এফ-১৬ যুদ্ধবিমান হামলা চালিয়ে রুশ বিমানটিকে নিচে নামিয়েছে। ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার ওই বিমানটি লাতাকিয়া প্রদেশের পর্বতে বিধ্বস্ত হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে ইসলামিক স্টেট জঙ্গি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। কিন্তু পশ্চিমা বিশ্ব সমর্থিত বিদ্রোহীরাই রুশ হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু মস্কো এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।

এসআইএস/পিআর