রোহিঙ্গাদের নাগরিকত্বের আহ্বান প্রত্যাখ্যান মিয়ানমারের
মিয়ানমার সরকার দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। শনিবার প্রেসিডেন্টের মুখপাত্র এবং তথ্যমন্ত্রী ই হিটুট বলেন, সরকার রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্বের অধিকার দেবে না। রোহিঙ্গা শব্দটিই সামগ্রিক ভাবে মিয়ানমার সরকার প্রত্যাখ্যান করে বলেও এতে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের সদস্য দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার কাজে নিয়োজিত ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
দেশটিতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা মুসলিম বসবাস করেলেও সরকার তাদেরকে সে দেশের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নির্যাতিত জাতি বলেছে জাতিসংঘ।
১৯৪৮ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই উগ্র বৌদ্ধদের হামলার শিকার হচ্ছে তারা। গত কয়েক বছর ধরে উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন চালাচ্ছে। ২০১২ সালে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে রক্তক্ষয়ী সহিংসতায় ২ শতাধিক মানুষ প্রাণহানি ঘটে।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস