ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বোমা হামলায় নিহত ৪৭

প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ নভেম্বর ২০১৪

নাইজেরিয়ায় একটি স্কুলে বোমা হামলায় কমপক্ষে ৪৭ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ৭৯ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির উত্তর-পূর্বের ইউবি রাজ্যের পটিসকামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শহরের সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল বালক বিদ্যালয়ে সকালে ছাত্ররা অ্যাসেম্বলিতে দাড়িঁয়েছিল। তখনই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিক অন্তত ২০ ছাত্র মারা যায়। এরপর মারা  যায় আরও ২৭ জন।

শিক্ষকরা জানান, হতাহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে একজন প্রত্যক্ষদর্শী জানান, স্কুলের আঙিনা রক্তাক্ত মাঠে পরিণত হয়েছে। পুলিশ এ হামলার জন্য বোকো হারামকে সন্দেহ করলেও সংগঠনটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পুলিশের মুখপাত্র ইমানুয়েল ওজুকবু বার্তা সংস্থা এএফপিকে জানান, ইউনিফর্ম পড়ে ওই আত্মঘাতি হামলা চালানো হয়।

প্রসঙ্গত, পাঁচ বছর ধরে দেশটির নিরাপত্তা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বোকো হারাম। তাদের দৃষ্টিতে পশ্চিমা শিক্ষা ব্যবস্থা নিষিদ্ধ। এর আগে গত আগস্টে বর্নো রাজ্যের চিবক শহর থেকে সংগঠনটি দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করে।

সংগঠনটি  সম্প্রতি জানিয়েছে, অপহৃত মেয়েদের বিবাহ দেওয়া হয়েছে এবং তারা ইসলাম গ্রহণ করে কুরআন মুখস্থ করছে।- বিবিসি