মমতার কেন্দ্রে রুদ্রনীলকে প্রার্থী করল বিজেপি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরে এবার বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে এবার নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর কেন্দ্রে পদ্ম ফোটানোর জন্য তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস রুদ্রনীলই।
২০১১ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে ৫০ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সি। পরে উপনির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে বিধানসভায় যান মমতা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও ভবানীপুুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। মমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কংগ্রেস-বাম জোট প্রার্থী দীপা দাসমুন্সি। কিন্তু তাকে প্রায় ৫৪ হাজার ভোটে পরাজিত করে ক্ষমতায় এসেছিলেন মমতা।
মমতা নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করার পর থেকেই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী কে হবেন, তা নিয়ে চলছিল জোর আলোচন। এবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কেই নিজের কেন্দ্রে জয়ের ধারা অব্যহত রাখার দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। আর তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি ভবানীপুরে প্রার্থী করেছেন রুদ্রনীলকে।
বৃহস্পতিবার বিকেলে ১৪৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকায় রয়েছে একাধিক চমক। দীর্ঘ বিরতির পর ভোট ময়দানে প্রত্যাবর্তন হচ্ছে মুকুল রায়ের। পাশাপাশি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়া একাধিক হেভিওয়েটকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলত্যাগী শীলভদ্র দত্তকে খড়দার প্রার্থী করা হয়েছে।
এবার বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়ও। তিনি বীজপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী। শুধু মুকুলপুত্র নন, এবার ভোটে লড়বেন অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। ভাটপাড়ায় তাকে প্রার্থী করেছে বিজেপি। সদ্য বিজেপিরতে যোগ দেয়া আসানসোলের দাপুটে নেতাকে পাণ্ডবেশ্বরের প্রার্থী করা হয়েছে।
এছাড়াও টলি তারকা পার্নো মিত্র বরানগর থেকে বিজেপির টিকিটে ভোটে লড়বেন। বিজেপির মহিলামোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল লড়ায় করবেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে।
বিএ/এমএস