ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১৮ মার্চ ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৮ মার্চ ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

মারা গেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি
আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি (৬১) মারা গেছেন। হৃদযন্ত্রের জটিলতায় বুধবার (১৭ মার্চ) দেশটির দার-ইস-সালাম হাসপাতালে মারা যান তিনি। তানজানিয়ার নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে। মাগুফুলিকে সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল।

টোকিওর জরুরি অবস্থা তুলে নেয়া হচ্ছে
জাপান সরকারের করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক পরামর্শক প্যানেল আগামী রোববার থেকে টোকিওর জরুরি অবস্থা তুলে নেয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ইয়াসুহিসা নিশিমুরা। খবর রয়টার্সের।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বুধবার এ পরিকল্পনায় সম্মতি জানান বলে উল্লেখ করেন নিশিমুরা। তিনি বলেন, টোকিওসহ তিনটি প্রতিবেশী জেলায় হাসপাতাল শয্যার প্রাপ্যতা আরও বেড়েছে।

পুতিনকে ‘খুনি’ বললেন বাইডেন
২০১৮ সালের মার্চে রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে সালিমবুরিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া রুশ সরকারের বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকেও সম্প্রতি বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা পুতিনের নির্দেশে হয়েছে বলে অভিযোগ উঠলেও বারবারই তা অস্বীকার করে আসছে মস্কো।

এ প্রসঙ্গে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি বিশ্বাস করি তিনি একজন খুনি।’ গত বুধবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

মহামারির মতো ছড়িয়ে পড়েছে ইসলাম-বিদ্বেষ: জাতিসংঘ
বিশ্বে মুসলিমদের প্রতি ঘৃণা ও বৈষম্য ‘মহামারির অনুপাতে’ ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেয়েরেস। আন্তর্জাতিক ইসলামোফোবিয়া (ইসলামভীতি) মোকাবিলা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গত বুধবার এ কথা বলেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, মুসলিমবিরোধী ধর্মান্ধতার পুনরুত্থান অবশ্যই বিশ্বজুড়ে আমরা যেসব অসুস্থ প্রবণতাগুলো দেখছি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

করোনা অ্যান্টিবডি নিয়ে প্রথম শিশুর জন্ম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অন্তঃসত্ত্বা নারী করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পর যে শিশুর জন্ম দিয়েছেন, তার দেহেও করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। বলা হচ্ছে, এটিই বিশ্বের প্রথম শিশু, যে এই ভাইরাসটির অ্যান্টিবডি নিয়ে জন্মেছে।

সম্প্রতি দুই শিশু বিশেষজ্ঞ তাদের অপ্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন। নিবন্ধটি এখনও পিয়ার-রিভিউ করা বাকি আছে।

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গুলি চালিয়ে ২ সহকর্মীকে হত্যা
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি সুপার মার্কেটে এক কর্মী তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হলে একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনের মৃতদেহ উদ্ধার করে। সন্দেহভাজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।

আফগানিস্তানে সরকারি বাসে বোমা হামলায় নিহত ৩
আফগানিস্তানে একটি সরকারি বাসে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

কাবুল পুলিশের এক মুখপাত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

কমলা হ্যারিসের বাসভবনের সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। স্থানীয় সময় গত বুধবার এই ঘটনা ঘটেছে।

ওই ব্যক্তির বিরুদ্ধে রাইফেল ও বুলেট রাখার অভিযোগ এনেছে পুলিশ। তবে তার উদ্দেশ্য কী ছিল তা এখনও পরিষ্কার নয়।

ভারতে শিশুদের পাঠ্যবইয়ে ‘সন্ত্রাস ইসলামপ্রসূত’ লেখা নিয়ে তোলপাড়
ভারতে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে ‘সন্ত্রাস ইসলামপ্রসূত’ লেখা থাকা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে দেশটির মুসলিমদের মধ্যে। শিশুদের পাঠ্যবইয়ে এমন ‘বিভেদ সৃষ্টিকারী’ বক্তব্য থাকার তীব্র নিন্দা জানিয়েছে রাজস্থান মুসলিম ফোরাম (আরএমএফ)।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আরএমএফের আহ্বায়ক মহসিন রশিদ গত ১৩ মার্চ ইউটিউবের এক ভিডিওতে ইস্যুটি তুলে ধরেন। তার অভিযোগ, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে ইসলামবিদ্বেষী কথা লেখা রয়েছে। এর মাধ্যমে বইটির প্রকাশক সঞ্জীব পাসবুক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে।

প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পের সম্পত্তি অনেক কমেছে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময়ে ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির পরিমাণ কমে গিয়েছিল ৭০ কোটি থেকে ২৩০ কোটি ডলার পর্যন্ত। সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স এ তথ্য জানিয়েছে।

বলা হচ্ছে, ট্রাম্পের ব্যবসাতেও করোনাভাইরাস মহামারির ধাক্কা ভালোভাবেই লেগেছে। ট্রাম্পের অফিস ভবন, হোটেল, রিসোর্ট… সব কিছুতেই এর প্রভাব পড়েছে। এসময় তার প্লেনের বহর ও গলফ কোর্সগুলোর মূল্য কমতে দেখা গেছে।

কেএএ/জেআইএম