ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রতিদিন ৯০০ সিরীয় শরণার্থী নেবে কানাডা

প্রকাশিত: ০৪:০২ এএম, ২৩ নভেম্বর ২০১৫

প্রতিদিন ৯০০ সিরীয় শরণার্থীকে কানাডায় নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ডিসেম্বর থেকে আকাশপথে এ শরণার্থীদের কানাডায় নিয়ে আসা হবে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, শরণার্থীদের আশ্রয় দেয়া ইসলামিক স্টেটকে (আইএস) একটি বার্তা দেয়ার মতো।
 
কানাডার কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার শরণার্থীদের গ্রহণ করার বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হবে। এ বছরের শেষ নাগাদ ২৫ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার কথা রয়েছে দেশটির।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিদিন আকাশপথে ৯০০ জনকে জর্ডান থেকে মনট্রিল ও টরেন্টোতে নিয়ে আসা হবে। সেখান থেকে অন্টারিও ও কুইবেকের দুইটি সেনাঘাটিতে অস্থায়ীভাবে তাদের থাকার ব্যবস্থা করা হবে। আগামী ছয় বছরের পরিকল্পনা অনুযায়ী শরণার্থীদের পেছনে ১ দশমিক ২ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করবে কানাডা।

আরএস/এমএস