ইসরাইল সফরে যাচ্ছেন জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্য সফরকালে ইসরাইল যাচ্ছেন। ২০১৪ সালের গ্রীষ্মের পর এটাই ইসরাইলে তার প্রথম সফর। তিনি রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রাচ্য সফর করছেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এ কথা বলেন।
কেরি আবুধাবি, তেলআবিব, জেরুজালেম ও রামাল্লা যাবেন। এ সময়ে তিনি ইসরাইল-ফিলিস্তিন সহিসংতা, সিরিয়া ও ইসলামিক স্টেট নিয়ে আলোচনা করবেন।
কিরবি বলেন, আবুধাবিতে কেরি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক রাজনীতি এবং নিরাপত্তা বিশেষ করে সিরিয়া নিয়ে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
তেলআবিব, জেরুজালেম ও রামাল্লায় জন কেরি সিরিয়া, আইএস এবং ইসরাইল-ফিলিস্তিন সহিসংতা বন্ধে অব্যাহত আলোচনাসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করবেন।
উল্লেখ্য, অক্টোবরের শুরু থেকে ইসরাইল ফিলিস্তিন সহিংসতায় ৮৬ ফিলিস্তিনি ও ১৫ ইসরাইলি প্রাণ হারিয়েছেন।
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার