ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা বৃদ্ধিতে মহারাষ্ট্রে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১১ মার্চ ২০২১

ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণের কারণে পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি) পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের সরকার। এ পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ছিল ১৪ মার্চ। খবর- টাইমস অব ইন্ডিয়া।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রদেশটির কিছু কিছু এলাকায় আজ (বৃহস্পতিবার) থেকে তিন দিনের ‘জনতা কারফিউ’ আরোপ করা হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই লকডাউন চলবে।

স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে পরবর্তী নির্দেশনার জন্য এই নিয়োগ পরীক্ষার প্রার্থীদেরকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে বলেছে কর্তৃপক্ষ।

এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। কিন্তু করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে দেয়া হয়। এমপিএসসি নিয়োগ পরীক্ষার মাধ্যমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটেগরিতে কর্মচারী নিয়োগ দেয় মহারাষ্ট্র সরকার। যার মাধ্যমে রাজ্য প্রশাসনও অন্তর্ভুক্ত।

এসএস/জিকেএস