ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১১ এএম, ১১ মার্চ ২০২১

ব্রাজিলে করোনার ভয়াবহতা আবারও বেড়েছে। দেশটিতে প্রথমবারের মতো একদিনেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বেড়েছে সংক্রমণের হার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনায় প্রাণহানির দিক দিয়ে ব্রাজিল বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৩৭০ জনের। আর যুক্তরাষ্ট্র রয়েছে এক নম্বরে। এর আগে ব্রাজিলের অবস্থান ছিল তৃতীয়।

সবশেষ বুধবার (১০ মার্চ) ব্রাজিলে ২ হাজার ২৮৬ জন করোনায় মারা যান। যা একদিনে দেশটিতে মৃত্যুর দিক দিয়ে রেকর্ড।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যেভাবে দেশটিতে করোনা সংক্রমণ হচ্ছে, তাতে মনে হচ্ছে অবস্থা আরও খারাপের দিকে যাবে।

jagonews24

এ অবস্থার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে দুষছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মহামারি চলাকালীন প্রেসিডেন্টের নেয়া সিদ্ধান্তগুলোকে ‘বোকামি’ বলেছেন তিনি।

ব্রাজিলের শীর্ষস্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র ফিয়োক্রুজ সতর্ক করে দিয়ে বলেছে, ব্রাজিলের বড় বড় শহরগুলোর স্বাস্থ্য ব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে রয়েছে। ইতোমধ্যে অনেক হাসপাতাল রোগীদের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বর্তমানে দেশটির ২৭টি রাজ্যের ২৫টির রাজধানীতে ৮০ শতাংশের বেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড খালি নেই।

ফিয়োক্রুজের চিকিত্সক ও গবেষক মার্গারেথ ডালকোলমো বলেছেন, ব্রাজিল মহামারির সবচেয়ে খারাপ মুহূর্তে রয়েছে।

জেডএইচ/এমকেএইচ