পাঁচ দেশে আইএসের হামলার পরিকল্পনা ফাঁস
ফ্রান্সের হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইতালি, লেবাননসহ প্যারিসে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে আন্তর্জাতিক হ্যাকার সংগঠন অ্যানোনিমাস। রোববার অ্যানোনিমাস এক বিবৃতিতে বলছে, তারা আইএস জঙ্গিদের আসন্ন হামলা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছে। খবর আইবি টাইমস।
আইএস যেসব স্থানে হামলা চালানোর পরিকল্পনা করেছে অ্যানোনিমাসের বিবৃতিতে সেসব স্থানের নাম তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন ভেন্যু, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার ফিলিপসে রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠান, ইতালির মিলান, লেবাননের ইউনিভার্সিটি প্যাস্ট্রোল দিবসের অনুষ্ঠান, ইন্দোনেশিয়ায় একটি অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছে আইএস।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অ্যানোনিমাসের এ তথ্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। আটলান্টার ফিলিপসে রেসলিং প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে এফবিআই’র বিবৃতি দেয়ার কথা রয়েছে।
১৩ নভেম্বর প্যারিস হামলার পরপরই জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হ্যাকিং গোষ্ঠী `অ্যানোনিমাস`। বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন, তারা আইএসকে খুঁজে বের করবেই। এরই অংশ হিসেবে গত মঙ্গলবারই সন্দেহভাজন জঙ্গিদের প্রায় সাড়ে পাঁচ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা। শুক্রবার পর্যন্ত সেই সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ হাজার।
এর আগে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর অফিসে আইএসের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। পরে অ্যানোনিমাসের আইএসের বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয়। সে সময় আইএসের ১৪৯টি ওয়েবসাইট, এক লাখ এক হাজার টুইটার অ্যাকাউন্ট, ও প্রচারণামূলক পাঁচ হাজার ৯ শ ভিডিও নষ্ট করে অ্যানোনিমাস।
এসআইএস/পিআর