ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

থমকে গেছে ব্রাসেলস

প্রকাশিত: ০৭:৩০ এএম, ২২ নভেম্বর ২০১৫

প্যারিসের মতো `মারাত্মক ও আসন্ন` হামলার আশঙ্কায় বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারির দ্বিতীয় দিন চলছে। দেশটির সর্বত্রই নেমে এসেছে শুনশান নীরবতা। বন্ধ রয়েছে দোকানপাট, বাতিল করা হয়েছে বিভিন্ন ফুটবল ম্যাচ, কনসার্ট। এছাড়া দেশটির জাদুঘর ও চিত্র প্রদর্শনীর গ্যালারিগুলোর দরজাও বন্ধ হয়ে গেছে। জঙ্গি তাণ্ডবের আশংকায় যেন থমকে গেছে ব্রাসেলস।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলসের ফাঁকা রাস্তায় চলছে সেনা টহল। শনিবার থেকে শহরের মেট্রো সার্ভিস বন্ধ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দেশটির জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। এরপরই প্যারিসের মতো ভয়াবহ হামলার আশংকায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

belgiam

ফ্রান্সের নাগরিক সালাহ আবদেস্লাম  ব্রাসেলসে আত্মগোপনে আছেন এমন তথ্য পাওয়ার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। প্যারিস হামলায় অংশ নেয়া মূল হোতাদের একজন ২৬ বছর বয়সী সালাহ আবদেস্লাম। স্কাইপির মাধ্যমে এই দুর্ধর্ষ জঙ্গি সিরিয়ায় ফেরত যেতে বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছেন। ১৩ নভেম্বরে প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। হামলায় শুক্রবার পর্যন্ত ১৩০ জনের প্রাণহানি ঘটেছে।

বেলজিয়াম সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলার আশংকায় দেশজুড়ে চার নম্বর সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে জনগণকে রেল স্টেশন, বিমানবন্দর, মার্কেট, কনসার্ট ও অন্যান্য জনসমাগম হয় এমন এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

belgiam

বিশ্লেষকরা বলছেন, মারাত্মক ও সম্ভাব্য হামলার অশংকায় এ রকম সতর্কতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেন, আমরা অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। তিনি বলেন, দেশের কয়েকটি স্থানে পৃথক হামলার অাশংকা রয়েছে বলে ক্রাইসিস সেন্টার জানিয়েছে।

এসআইএস/এমএস