ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২১

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২১ নভেম্বর ২০১৫

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মালিকানাধীন ওই খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
 
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় জিজি নগরীতে রাষ্ট্রীয় কোম্পানি হিলোংজিয়াং লোংমেই মাইনিং হোল্ডিং গ্রুপের একটি খনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের সময় ছয়জন শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। জিজি নগরীটি রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত।

বিশ্বের সর্ববৃহৎ কয়লা উৎপাদনকারী চীনে ২০১৪ সালে খনি দুর্ঘটনায় ৯৩১ জন নিহত হয়েছে।

এসআইএস/এমএস