ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গোসল না করেই এক যুগ!

প্রকাশিত: ০৬:২১ এএম, ২১ নভেম্বর ২০১৫

পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষের বেঁচে থাকাটাও প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন ব্রিটেনের নাগরিক নিকি হার্স্ট। নিকি থাকেন ইংল্যান্ডে। জাতিতে ব্রিটিশ। গত ১২ বছর ধরে একবারও গোসল করেননি তিনি। কারণ পানি সহ্য হয় না নিকির।

ত্বকে এক ফোঁটা পানি লাগলেই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন নিকি। তাই গত ১২ বছর ধরে  তাকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। নারী যখন, তখন বাড়ির কাজও তাকে সামলাতে হয়। যাতে পানি হাতে লাগার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই ধরনের কাজগুলো করার সময় যাতে হাতে পানি না লাগে সেজন্য গ্লাভস পরে নেন নিকি।

৫০ লাখ মানুষের মধ্যে এমন ঘটনা কেবল একজনের হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পানি পান করাটাও বিপজ্জনক হয়ে উঠেছে নিকির। বেশিরভাগ সময়ই ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পানি দেওয়া হয়।

প্রতি মাসে নিকির রক্তের প্লাজমা বদলাতে হয়। যা গোটা ইংল্যান্ডে আর একজনের ক্ষেত্রেও এমনটা করতে হয় না। তাহলে কি নিকি সুস্থ হবেন না! চিকিৎসকরা বলছেন, নিকির সুস্থ্য হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এরকম ভাবেই নিয়মিত চিকিৎসা করেই বেঁচে থাকতে হবে তাকে। জিনিউজ।

এসআইএস/এমএস