বীরভূমে বোমা: অভিযুক্ত ৭ জন জেলে
বীরভূমে চৌমন্ডলপুরে পুলিশকে বোমা মারার ঘটনায় সাতজন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালত। এদিন সিউড়ি আদালতের ভারপ্রাপ্ত সিজেএম জ্যোৎস্না রায় অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন।
মামলার সরকারি আইনজীবী বিকাশ পৈতন্ড বলেন, গত ২৪ সেপ্টেম্বর পাড়ুইয়ের চৌমন্ডলপুর গ্রামে পুলিশের ওপর বোমা মারার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ৬নভেম্বর যে সাতজনকে আদালতে তোলা হয়েছিল তাদের আদালত তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই সময় সীমা শেষ হওয়ার পর রবিবার সিউড়িতে বিশেষ আদালতে ওই সাতজনকে ফের তোলা হলে আদালত তাদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর জেলার পাড়ুই থানার চৌমন্ডলপুর গ্রামে বোমা উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতিদের ছোঁরা বোমার আঘাতে গুরুতর আহত হন পাড়ুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সন্দেহে মোট ১৭জনকে গ্রেফতার করেছে।