ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্যারিস হামলার বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৯ নভেম্বর ২০১৫

প্যারিসে ভয়াবহ হামলার বিষয়ে মে মাসেই ফ্রান্সকে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। এমনকি হামলার মূল হোতার সম্পর্কেও তথ্য দিয়েছিল তারা। এফবিআইয়ের সঙ্গে সমন্বিত ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে প্যারিসে হামলার মূল হোতা আবদেল হামিদ আবাউদের প্রসঙ্গ ও ছবি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে যে ধরনের হামলা হয়েছে সে ধরনের আক্রমণের জন্য আইএস যে সক্ষমতা অর্জন করেছে সে তথ্য মে মাসেই ফ্রান্সকে জানিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। এছাড়া জানুয়ারিতে বেলজিয়াম কর্তৃপক্ষের বানচাল করে দেয়া হামলার পরিকল্পনা থেকে শিক্ষা নেয়া এবং ওই হামলাকে ইসলামিক স্টেটের (আইএস) নির্দেশনায় সম্ভাব্য বৃহত্তম কোনো জঙ্গিগোষ্ঠীর প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইএস যে এ ধরনের হামলার সক্ষমতা অর্জন করেছে বেলজিয়ামের হামলার পরিকল্পনার মাধ্যমে তা প্রথম প্রকাশিত হয়। তবে এতে বলা হয় যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপে এ ধরনের হামলার ঝুঁকি বেশি। তাই বলে যুক্তরাষ্ট্রও ঝুঁকির বাইরে নয়।

এসআইএস/