ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানে ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার রাতে আঘাত হেনেছে। ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া দেশটির উত্তরপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতের দিকে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উপকেন্দ্রের নিকটবর্তী এলাকাগুলোর দেয়ালে ফাটল ধরেছে। বহু জানালা ভেঙে পড়েছে এবং ফুকুশিমায় একটি ভূমিধসের ঘটনা ঘটেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পটি ২০১১ সালের ১১ মার্চের ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের পরাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

১০ বছর আগের ওই ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে জাপানের উত্তরপূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বিপর্যয়কর পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওর ভবনগুলোও কেঁপে উঠেছিল। ভূমিকম্পের পরপরই উত্তরপূর্বাঞ্চলের লাখ লাখ ভবন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তবে রোববার সকালের মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফিরে আসে।

এমকে/টিটিএন/এমকেএইচ