ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুই জিম্মিকে হত্যা করল আইএস

প্রকাশিত: ০৮:০৫ এএম, ১৯ নভেম্বর ২০১৫

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নরওয়ে এবং চীনের দুই জিম্মিকে হত্যা করেছে। হত্যার পর বুধবার ইংরেজি ভাষায় প্রকাশিত আইএসের ম্যাগাজিন দাবিক-এ ওই দুই জিম্মির মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

নিহতরা হলেন নরওয়ের নাগরিক গ্রিমসগার্ড অফস্টাড (৪৮) ও চীনের ফ্যান জিংঘুই (৫০)। হত্যার আগে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল। তবে কোথায় এবং কখন তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইএস। তবে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সলবার্গ আইএসের এই হত্যাকাণ্ডকে বর্বরোচিত বলে মন্তব্য করেছেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজকে তিনি বলেন, সন্ত্রাসীরা মানবসভ্যতার শত্রু।

চীনা নাগরিককে হত্যার ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এসআইএস/আরআইপি