বোমা আতংকে মিসরগামী বিমানের জরুরি অবতরণ
বোমার আতংকে মিসরগামী একটি বিমান বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। পোলান্ডের রাজধানী ওয়ারসো থেকে বিমানটি মিসরের অবকাশ কেন্দ্র হুরঘাদায় যাচ্ছিল। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।
বুলগেরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একজন যাত্রী বিমানটিতে বোমা আছে বলে দাবি করলে বুর্গাস বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এরপর বিমানটি দ্রুত খালি করে তল্লাশি চালানো হচ্ছে।
বোমা আতঙ্কে এমন এক সময় বিমানটির জরুরি অবতরণ করা হলে যার একদিন আগে বুধবার গত মাসে মিসরের সিনাইয়ে ২২৪ আরোহীবাহী রুশ বিমানটি বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কো।
২০১২ সালে বুর্গাস বিমানবন্দরে একটি বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাঁচ ইসরায়েলি ও এক বুলিগেরিয়ান নাগরিক নিহত হয়।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস