ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দক্ষিণপূর্ব এশিয়াতেও হামলা হতে পারে!

প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৯ নভেম্বর ২০১৫

প্যারিসের মতো সন্ত্রাসী হামলা দক্ষিণপূর্ব এশিয়াতেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার উপ স্বরাষ্ট্রমন্ত্রী নুর জালান মোহাম্মদ। দেশটির সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদকে আকর্ষণীয় হিসেবে তুলে ধরার জন্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এ জাতীয় হামলা চালাতে পারে।  মালয়েশিয়া এবং তার প্রতিবেশী দেশগুলো ব্যাপক সন্ত্রাসী হামলার মুখে পড়েছে।

নুর জালান মোহাম্মদ বলেন, সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য মানুষ সংগ্রহ করার উর্বর পরিস্থিতি রয়েছে। সিরিয়া থেকে হামলার আদেশ দেয়া হলে সম্ভাব্য সন্ত্রাসীরা তা শুনবে বলেও জানান তিনি।
 
একইসঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলো সন্ত্রাসীদের হামলার শিকার হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ফ্রান্সের প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো চার শতাধিক। এর পরই দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে ফরাসি পুলিশ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

আরএস/আরআইপি