ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

এক বছরের বেশি সময় ধরে বিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। চীন থেকে প্রাদুর্ভাব হওয়া এই প্রাণঘাতী ভাইরাসে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। মারা যাওয়ার সংখ্যাও কম নয়। কিন্তু এখনও পর্যন্ত সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৩ হাজার ৫২৬। এর মধ্যে মারা গেছে ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৬৪৬ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ৬২৯। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৭৬ হাজার ৪০৫ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৫৮৪ জন।

সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৭৯০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৫ হাজার ১৯৫ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫৪ লাখ ৬ হাজার ৯০৫ জন।

এদিকে ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৫ লাখ ৫০ হাজার ৩০১ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৩২ হাজার ২৪৮ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮৪ লাখ ৪৭ হাজার ৬৪৫ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৮৩ হাজার ১৯৭। এর মধ্যে মারা গেছে ৭৭ হাজার ৬৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৫৯ হাজার ৭৮৪। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১২ হাজার ৭৯৮ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৯ লাখ ৫০ হাজার ৮৮৬ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪১ হাজার ৩৬৫। এর মধ্যে মারা গেছে ৭৯ হাজার ৪২৩ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৩ জন।

এদিকে, স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৮৯ হাজার ৮৫। এর মধ্যে মারা গেছে ৬২ হাজার ২৯৫ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৪ হাজার ৭০৭। এখন পর্যন্ত মারা গেছে ৯১ হাজার ৫৮০ জন।

তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৩৯ হাজার ৫৫৯। এর মধ্যে মারা গেছে ২৬ হাজার ৯শ জন। অপরদিকে, জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৯৬ হাজার ৩২৬। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৯৭ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৪১ হাজার ৩শ জন।

টিটিএন/জেআইএম