ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা চালাতে পারে আইএস

প্রকাশিত: ০৮:১০ এএম, ০৯ নভেম্বর ২০১৪

পাকিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার হুমকি জোরালো হয়েছে বলে দেশটির সরকারকে জানিয়েছে পাক গোয়েন্দা সংস্থা।

গত শনিবার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমগুলো। পাকিস্তানে মধ্যপ্রাচ্যের পূর্বাঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার হুমকি বৃদ্ধি পাচ্ছে- এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন কেন্দ্রীয় সরকার ও দেশটির নিরাপত্তা বাহিনীকে পাঠায় বেলুচিস্তানের প্রাদেশিক সরকার।

৩১ অক্টোবর প্রকাশিত গোপন ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গু জেলায় ১০ থেকে ১২ হাজার কর্মী বা যোদ্ধা নিয়োগ করার দাবি করেছে আইএস। পাকিস্তানে আইএসের হয়ে কাজ করার জন্য দেশটির জঙ্গি সংগঠন লস্কর-ই-জানভি (লিইজে) ও আহলে-ই-সুন্না ওয়াল জামায়াতকে (এএসডব্লিউজে) দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কট্টর শিয়াবিরোধী হিসেবে গণ্য করা হয় পাকিস্তানের এ দুই সংগঠনকে।