ব্রাজিলে জরুরি অবস্থা জারি
লোহার খনির বর্জ্য ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় ব্রাজিলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির দুই শতাধিক শহরে বর্জ্য ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
মিনাস গেরেইস রাজ্য সরকার জানিয়েছে, মারিয়ানার সামারকোতে ১২ দিন আগে আকরিক লোহা খনিতে দুটি বাঁধ ধসে পড়ার পর ভয়াবহভাবে বর্জ্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পার্শ্ববর্তী বেন্তো রদরিগুয়েজ গ্রামের বাসিন্দারা খাবার পানির তীব্র সংকটে পড়েছে। এ ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরো অন্তত ১৫ জন।
বিশ্বের বৃহত্তম খনি কোম্পানি অস্ট্রেলিয়ার বিএইচপি বিলিটন ও ব্রাজিলের কোম্পানি ভেল যৌথভাবে বৃহত্তম এই আকরিক লোহা খনি সামারকোর মালিক। ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মাইনাস গেরাইস ও পার্শ্ববর্তী রাজ্য এসপিরিতো সান্তোয় হলদেটে কাদার স্রোতের কারণে মৌসুমি ফসল ধ্বংস হয়েছে।
দেশটিতে আগামী ছয় মাস জরুরি অবস্থা জারি থাকবে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ২ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৩ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৪ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৫ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র