ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে আবারো ব্যাপক গোলাগুলি

প্রকাশিত: ০৬:০৩ এএম, ১৮ নভেম্বর ২০১৫

ফ্রান্সের রাজধানী প্যারিসের হামলাকারীদের ধরতে পুলিশের অভিযানের মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় সেইন্ট ডেনিস শহরে ব্যাপক গোলাগুলি চলছে। স্থানীয় সময় বুধবার ভোরে ওই এলাকায় ফরাসি পুলিশের বিশেষ বাহিনীর অভিযানের সময় এ গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।

এর আগে দেশটির নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা বলেন, শুক্রবার প্যারিসে জঙ্গি হামলায় জড়িত নবম এক ব্যক্তির তথ্য তদন্তকারীরা পেয়েছেন। হামলার একটি ভিডিও ফুটেজে ওই ব্যক্তিকে দেখা যাওয়ার পর বুধবার অভিযান চালায় পুলিশ।

ফ্রান্সের বিএফএম টিভি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় সেইন্ট ডেনিস শহরে পুলিশের অভিযানের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে ফ্রান্সে এটি নতুন কোনো সন্ত্রাসী হামলা নয় বলে দেশটির নিরাপত্তা বাহিনী নিশ্চত করেছে।

শুক্রবার ফ্রান্সের প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো চার শতাধিক। এদের মধ্যে দুইশ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর পরই দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে ফরাসি পুলিশ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

এসআইএস/এমএস