দিল্লিতে চুম্বনের মিছিলে সংঘর্ষ (ভিডিও)
ভারতের কোচি ও কলকাতার যাদবপুরের পর এবার রাজধানী দিল্লিতে চুম্বনের মিছিল করেছে কয়েক শত প্রেমিকযুগল। হুমকি সত্ত্বেও শনিবার সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত ভারতের গোঁড়া হিন্দুত্ববাদী দল আরএসএসের কার্যালয়ের সামনেই বিশেষ এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই সমাবেশ শান্তিপূর্ণ থাকেনি। সমাবেশের পক্ষে ও বিপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি হয়েছে।
নৈতিক স্বাধীনতার দাবিতে ‘কিস অব লাভ’ নামের প্রতিবাদ সমাবেশের জন্য দিল্লির জাদিওয়ালান মেট্রো স্টেশনে হাজির হন শত শত প্রেমিকযুগল। প্রথমে সেখানে এক প্রেমিকযুগল ঠোঁটে ঠোঁট রেখে সমাবেশের উদ্বোধন করেন, পরে বাকিরা এটি শুরু করেন। এরপর মিছিল নিয়ে প্রেমিকযুগলরা আরএসএসের কার্যালয়ের দিকে যাওয়ার সময় বাধে সংঘর্ষ।
সমাবেশের আয়োজক ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উইমেন্স স্টাডিজ বিভাগে শিক্ষার্থী পানখুরি জাহির বলেন, এ সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর তা প্রতিহত করার ঘোষণা দেয় হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। শুক্রবার থেকে সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। বাবা-মা কিংবা ভাই বা বোন ছাড়া কেউ এ সমাবেশে আসতে পারবে না বলে ফোনের মাধ্যমে অনেকে হুমকি দেয় সংগঠনটি।
সমাবেশে অংশ নেওয়া আনুশকা জানান, ‘হাজারের বেশি লোক এ সমাবেশে যোগদানের ব্যাপারে ফেসবুকে যুক্ত হয়েছিল। নারীদের প্রতি বিভিন্ন যৌনচার ও গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা।’
তিনি আরো বলেন, ‘পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশ করার আহ্বান জানিয়েছিল। আরএসএসের কার্যালয়ের সামনে না যাওয়ার জন্যও অনুরোধ করেছিল তারা। কিন্তু আমরা আরএসএসকে চ্যালেঞ্জ হিসেবে মনে না করায় সামনে এগিয়ে যেতে থাকি। কিন্তু আমাদের ওপর তারা আঘাত করেছে। আরএসএসের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাড়াও দিল্লির অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ চুম্বন মিছিলে অংশ নেন।