ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ধনকুবের কার্লোস স্লিম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪০ এএম, ২৮ জানুয়ারি ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী কার্লোস স্লিম। স্থানীয় সময় বুধবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন তার মুখপাত্র আর্থার এলিস।

৮০ বছর বয়সী লাতিন আমেরিকার এই শ্রেষ্ঠ ধনী গত সোমবার করোনায় আক্রান্ত হন। এলিস জানান, কার্লোস স্লিম বর্তমানে মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত সোমবার (২৫ জানুয়ারি) এক টুইট বার্তায় স্লিমের ছেলে কার্লোস স্লিম দোমিত জানিয়েছেন, সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে তার বাবার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছিল। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

মেক্সিকোর এ ধনকুবের ও তার পরিবার দেশটির সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আমেরিকা মোভিলের নিয়ন্ত্রক। তাদের মোট সম্পদের পরিমাণ আনুমানিক পাঁচ হাজার ২০০ কোটি ডলার বলে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের তথ্যে ধারণা দেয়া হয়েছিল।

এমআরআর/এমকেএইচ