ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ জানুয়ারি ২০২১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কতশত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বাইডেন-পুতিনের প্রথম ফোনালাপে যে কথা হলো
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলাপ করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে প্রথম এই ফোনালাপে বাইডেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেছেন।

ফোনালাপে রাশিয়ায় চলমান পুতিনবিরোধী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার একমাত্র অবশিষ্ট পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয়ে কথা হয়েছে তাদের। রাশিয়ার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে, নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইসরায়েল নতুন পরিকল্পনা শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা। তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে ফিরলে সেটি মস্ত বড় ভুল হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে ইসরায়েল থেকে এধরনের মন্তব্য খুবই বিরল। এটি নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ইসরায়েলের একটি সতর্কবার্তা বলে মনে করছেন অনেকে।

নাবালিকার যৌন হয়রানি বিষয়ে বোম্বে হাইকোর্টের বিতর্কিত আদেশ স্থগিত
কাপড় না খুলে নাবালিকার বুকে হাত দিলে সেটি যৌন হয়রানি হিসেবে বিবেচিত হবে না, বোম্বে হাইকোর্টের এমন বিতর্কিত রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে হাইকোর্টের ওই আদেশ নিয়ে চরম বিতর্কের মুখে বুধবার সেটি স্থগিত করেন দেশটির সর্বোচ্চ আদালত।

ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছেন, অ্যাটর্নি জেনারেল ওই রায় আমাদের নজরে এনেছেন... যাতে হাইকোর্ট পকসো আইনের ৮ম ধারায় অভিযুক্তকে খালাস দিয়েছেন এই বলে যে, সরাসরি ত্বকের সংস্পর্শ না হওয়ার অর্থ অভিযুক্তের যৌন হয়রানি করার কোনো উদ্দেশ্য ছিল না। এই আদেশ নজিরবিহীন এবং সম্ভবত একটি বিপজ্জনক নজির স্থাপন করবে বলে উল্লেখ করেছিলেন অ্যাটর্নি জেনারেল।

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব বাইডেনের
জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিনিধি রিচার্ড মিলস বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান, যেখানে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে ইসরায়েল শান্তিপূর্ণভাবে ও নিরাপদে থাকবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে তিনি জানান, বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে দেয়া সাহায্য পুনরায় চালু ও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, যা ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছিল। অন্য রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতেও বাইডেন প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রাখবে।

করোনায় মৃত্যু ২১ লাখ ৬৭ হাজার ছাড়াল
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ১০ কোটি ৮ লাখ ২৫ হাজার ১১৮ জনে দাঁড়িয়েছে। এতে মারা গেছেন ২১ লাখ ৬৭ হাজার ১৮ জন আর সুস্থ হয়েছেন ৭ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৪৫৯ জন মানুষ।

বুধবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সবশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বাইডেনের অভিবাসী বহিষ্কারের স্থগিতাদেশের বিরুদ্ধে আদালত
যুক্তরাষ্ট্রের অনুমোদনহীন অভিবাসীদের বহিষ্কার করার কার্যক্রম ১০০ দিন পর্যন্ত স্থগিত রাখার যে নির্বাহী আদেশ প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছিলেন, তা স্থগিত করতে নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল আদালত।

সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের জেলা জজ ড্রিউ টিপটন মঙ্গলবার এ আদেশ দেন। এই জজকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের এই আদেশের ফলে পুরো যুক্তরাষ্ট্রে আগামী ১৪ দিন পর্যন্ত বাইডেনের আদেশ স্থগিত থাকবে।

করোনায় মৃত্যু: চীনে মুখ খুলতে পারছেন না স্বজনরা!
উহানে করোনাভাইরাসে মৃতদের স্বজনরা বলছেন, চীনের প্রশাসন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ডিলিট করে দিয়েছে এবং মুখ বন্ধ রাখতে চাপ প্রয়োগ করছে। করোনাভাইরাসের উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞদের উহানে অবস্থানের মধ্যেই এসব অভিযোগ এসেছে চীনের বিরুদ্ধে।

করোনায় মৃতদের স্বজনরা সম্প্রতি অনলাইনে একটি গ্রুপ গঠন করে উহান কর্মকর্তাদের কাছে জবাবদিহি দাবি করেছেন। কর্মকর্তারা ভাইরাসের প্রাদুর্ভাব বাজেভাবে নিয়ন্ত্রণ করেছে বলে অভিযোগ তুলেছেন তারা। এক স্বজন জানান, কর্মকর্তাদের বাধার কারণে তাদের এই উদ্যোগ সীমিত হয়ে যাচ্ছে।

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন কমলা হ্যারিস
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার তার ভ্যাকসিন নেয়ার দৃশ্য টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) থেকে ভ্যাকসিন গ্রহণের সময় তিনি যুক্তরাষ্ট্রের সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন।

এমপিরা নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী
ক্ষমতাসীন জোটের একাধিক আইনপ্রণেতা নাইটক্লাবে যাওয়ায় ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন ঝুঁকিতে জাপানের সরকার যখন জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে অনুরোধ করছে, তার মধ্যেই আইনপ্রণেতাদের এমন কাণ্ডে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শেষপর্যন্ত এ নিয়ে ক্ষমা চাইলেন জাপানি প্রধানমন্ত্রী নিজেই।

ডিউটির সময় সাজগোজের অনুমতি পেলেন যুক্তরাষ্ট্রের নারী সেনারা
যুক্তরাষ্ট্রের নারী সেনা সদস্যরা এখন থেকে ডিউটির সময় কিছুটা হলেও সেজেগুজে থাকতে পারবেন। এতদিন দায়িত্বপালনকালে সাজসজ্জার বিষয়ে তাদের যেসব কঠোর নিয়মকানুন মেনে চলতে হতো, সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার পেন্টাগন ঘোষণা দিয়েছে, এখন থেকে তাদের নারী সেনারা চাইলে চুল লম্বা রাখা, চুলে রঙ করা, নখ বড় রাখা, নেইলপলিশ ও লিপস্টিক ব্যবহার করা, এমনকি ছোটোখোটো কানের দুলও পরতে পারবেন।

কেএএ/এমএস