৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। এরপর দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করা হয়েছে। চিলির দুর্যোগ ব্যবস্থাপনা অফিস ওয়ানমি জানিয়েছে, ‘ঘাঁটির পূর্ব দিকে প্রায় ২১০ কিলোমিটার (১৩০ মাইল) দূরে, দশ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প হয়েছে।’
স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২৬ মিনিটে কম্পন অনুভূত হয়। এরপর সমুদ্র উপকূল থেকে সবাইকে সরিয়ে আনার নির্দেশ দেয়া হয়। পরে দেশটির কর্তৃপক্ষ জানায়, ভুলক্রমে সুনামির সতর্কতা দেয়া হয়েছিল।
যে উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে সেটি অ্যান্টার্কটিক বেসের সবচেয়ে বড় অংশ। এর মধ্যে একটি গ্রাম, হাসপাতাল, স্কুল, ব্যাংক, ডাকঘর রয়েছে। গ্রীষ্মে এখানে প্রায় ১৫০ জন মানুষ থাকে। শীতে সংখ্যাটা একটু কমে। তবে গড় জনসংখ্যা থাকে ৮০ জন।
এমএইচআর/এমকেএইচ